1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২০ অপরাহ্ন

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা ভিপি হেলাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় কিশোরগঞ্জ জেলা সদরের নগুয়া বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ভিপি হেলাল উদ্দিন (৪৫) পাকুন্দিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের মৃত সিরাজ উদ্দিন ওরফে ডুপির বাপের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট দুপুর ১টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলে দুষ্কৃতিকারীরা আন্দোলনরতদের ওপর হামলা করে এবং এতে অনেকেই গুরুত্বর আহত হন।

এ ঘটনায় গত বছরের ১৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। আর এ মামলার আসামি হিসেবে ভিপি হেলালকে র‌্যাব গ্রেপ্তার করে। পরে তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আজকে কারাগারে পাঠানো হয়েছে। এজহার নামীয় আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট