কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান সমস্যা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, বিআরটিএ কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন প্রতিনিধি, এলজিইডি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সম্প্রতি উপজেলায় ঘটে যাওয়া কিছু চুরি ও মাদক-সম্পর্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণ করা হয়। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা, সড়কে শৃঙ্খলা এবং বাজার ব্যবস্থাপনায় নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসনের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়, তাই জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি।”
ওসি জিল্লুর রহমান বলেন, “উলিপুর থানা সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে। মাদক, চুরি এবং সামাজিক অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।”
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতার ওপর জোর দেওয়া হয় এবং প্রতিটি ইউনিয়নে সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
Leave a Reply