1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

কুমিল্লায় অস্ত্রসহ ৪ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে শহরতলীর ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা।

 

এর আগে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গ্রেফতার ছিনতাইকারীরা হলো- ধর্মপুর এলাকার শিপন মিয়ার ছেলে আশিকুর রহমান (৩২), সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), নগরীর মোগলটুলী এলাকার জাকির হোসেনের ছেলে জিসান (১৯), ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেবাবাদ এলাকার আসিফুর রহমান আসিফ (২২)।

 

এ সময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ২টি বাটালি, ১টি টর্চলাইটসহ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশপাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়া তারা উপরোক্ত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়-ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট