1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর সাগরকণ্যাখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ এবং যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে আসা ৮০ জন লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা ঘটেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন(লেইস) প্রজেক্টের অধীনে ৫৬ দিনের প্রশিক্ষণের অংশ হিসেবে ২ দিন ব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ জুন) খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে এ সফর শুরু হয়।

এতে ৪০ জন প্রশিক্ষনার্থী এবং ৪জন প্রশিক্ষক অংশ নেয়। খুলনা টিচার্স ট্রেনিং কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌফিক আহমেদ’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সুজাউদ্দোলাহ, সহযোগী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, মো. হাফিজুর রহমান খান, সহকারী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও নড়াইল জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে আসা নবীন শিক্ষক বৃন্দ।
নাজিরপুর গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষনার্থী কমলেন্দু গুপ্ত বলেন, খুলনা টিচার্স ট্রেনিং কলেজ এবং যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে ২টি গ্রুপ এখানে এসেছি। শনিবার বিকাল থেকে কুয়াকাটায় এসে অনেক আনন্দ করেছি। গ্রুপ ছবি, সমুদ্র স্নান, দর্শনীয় স্থান ভ্রমণ, র‍্যাফেল ড্র, কেনাকাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সময় উপভোগ করেছি। অপর প্রশিক্ষনার্থী গভ.ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবায়ের আলম বলেন, সারারাত নাচ, গান এবং সৈকতের বেঞ্চিতে বসেই কাটিয়ে দিয়েছি একটুও ঘুমাইনি, অনেক আনন্দ করেছি।
কোর্স কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো.আনিসুর রহমান বলেন, মাধ্যমিক স্তরের নতুন অন্তর্ভুক্ত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে ৫৬ দিনের এই লেইস প্রশিক্ষন খুবই কার্যকরী। পর্যায়ক্রমে নতুন আসা সকল শিক্ষকদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট