1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) পরিষদের কোষাধ্যক্ষ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্যবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একজন সম্মানিত উপাচার্যকে প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমানিত করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তোলা হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়।

 

উপাচার্য ও শিক্ষকদের উপর হামলা ঘৃণ্য ও গর্হিত অপরাধ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ মনে করে যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের মারমুখী আচরণ বিশেষ করে উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করা কঠোর শাস্তিযোগ্য অপরাধ ।

 

পরিষদের সদস্যবৃন্দ কুয়েটের উপাচার্যের উপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। একইসাথে যেকোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট