1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

কুয়েতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুয়েতের হিজিল এলাকার একটি রিসোর্টে হাওয়াল্লী প্রদেশ শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির হাওয়াল্লী প্রদেশ শাখার আহ্বায়ক শের আলী স্বপন। প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত সাবেক নির্বাচন আহবায়ক কমিটির সদস্য সচিব শওকত আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, সাবেক আহবায়ক কমিটির  সদস্য জালাল আহম্মেদ চুন্নু মোল্লা, সাবেক আহবায়ক কমিটির  সদস্য সৈয়দ নওশাদ, সাবেক আহবায়ক কমিটির  ইকবাল হোসেন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সবুজ, সাবেক নির্বাচন কমিশনার আশফাকুল হক, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির আহম্মেদ, বরিশাল জাতীয়তাবাদী ফোরাম কুয়েতের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন হাওলাদারসহ কুয়েত বিএনপির সব প্রাদেশিক কমিটির নেতারা।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগ যাতে আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে, সে জন্য বিএনপির সবাইকে সজাগ থাকতে হবে।

বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, কুয়েত বিএনপির কার্যক্রম পর্যালোচনা ও নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার শান্তি ও চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট