গত মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের খোয়া যাওয়া মোবাইল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতাররা হলো- আনোয়ার হোসেন ওরফে রাজিব, রাকিম মিয়া ও মিন্টু মিয়া। তাদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, বান্দরবানের লামায় একটি স্মরণসভায় যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
Leave a Reply