বয়স ৪০ পেরিয়েছে। দেখে বোঝার উপায় নেই ৪১ বছরেও তারুণ্যের দীপ্তি ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই একই রকম ছিপছিপে গড়ন আর জেল্লাদার ত্বক অভিনেত্রীর। এখন ক্যাটরিনার ডায়েট ও ফিটনেস নিয়ে নেটিজেনদের মাঝে চর্চা চলে সবচেয়ে বেশি। কিন্তু কী খেয়ে এমন চেহারা ধরে রেখেছেন, সেই কথাই জানালেন অভিনেত্রীর পুষ্টিবিদ শ্বেতা শাহ।
পুষ্টিবিদের পরামর্শে প্রতি দুই ঘণ্টা অন্তর খাবার খান অভিনেত্রী। পেট খালি রাখেন না। শ্বেতা জানাচ্ছেন, ক্যাটরিনা আয়ুর্বেদে ভরসা রাখেন। শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বার করতে নিয়মিত ডিটক্স পানীয় পান করেন। ঠান্ডা খাবারই বেশি খান। দিনে দুটি মিল মেপে খাওয়ায় হজম প্রক্রিয়াও অনেক ভালো তার। কোনোভাবেই মেদ জমবে না শরীরে। কোন নিয়ম মানলে ফিট থাকা যায়, সে ব্যাপারে ক্যাটরিনা ওয়াকিফহাল।
এ পুষ্টিবিদ বলেন, রুটিনমাফিক প্রতি দিন কিশমিশ, মৌরি, খেজুর খান অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে কখনো তরল ডায়েটও করতে হয় তাকে। তখন আমলকীর রস, লাউয়ের রস, ধনেপাতার রস খেয়েই থাকেন তিনি।
পুষ্টিবিদ আরও বলেন, যদি দিনে দুবার খেতে হয়, সে ক্ষেত্রে সকালের খাবার একটু দেরি করে খাওয়াই শ্রেয়। আর দ্বিতীয় মিল সন্ধ্যা নাগাদ খেয়ে নেওয়া জরুরি। তা হলেই ভারসাম্য বজায় থাকবে বলে জানান শ্বেতা শাহ।