1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ক্রেতা সেজে মাদক কারবারিকে হাতেনাতে ধরল ডিবি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে ক্রেতা সেজে আবুল হাসান বাবলু (৪০) নামের এক পেশাদার ইয়াবা কারবারিকে হাতেনাতে ধরল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একলাশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আবুল হাসান বাবলু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকার জমাদার বাড়ির আবুল হাশেমের ছেলে।

 

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ক্রেতা সেজে মাইজদী টু চৌরাস্তাগামী পাকা সড়ক সংলগ্ন মধ্য কর্মকার বাড়ির প্রবেশ পথ থেকে আবুল হাসান বাবলুকে ৪০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার নামে পূর্বেও মাদক মামলা রয়েছে। তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট