খুলনার ডুমুরিয়ায় ইমদাদুল হক মিলন নামের এক সংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ।
নিহত সাংবাদিক মিলন শলুয়া প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব ছিলেন।
আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ জানান, স্থানীয় একটি অনলাইন পোর্টালের সাংবাদিক মিলন হামলার সময় শলুয়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।
এমন সময় দুইটি মোটরসাইকেলে চারজন লোক এসে আকস্মিকভাবে তার ওপর গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় মিলনের সঙ্গে চা দোকানে বসে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
ঘটনার পর আশপাশের লোকজন তাদের দুই জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক মিলনকে মৃত ঘোষণা করেন।
কারা এই হামলাটি চালিয়েছে, সেটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি শাহজাহান আহমেদ।