1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

খুলনায় হিন্দু যুবক হত্যায় ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবককে হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২৫ জানুয়ারি) প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ একটি বিবৃতি দেওয়া হয়।

এতে বলা হয়, শুক্রবার রাতে খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।

পুলিশ নিশ্চিত করেছে, শুক্রবার খুলনায় অর্ণব কুমার সরকারকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে তার ধর্মের কোনো সঙ্গে নেই বলে তারা জানিয়েছেন। স্থানীয়রাও এটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে উল্লেখ করেননি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি, স্থানীয় মাদক পাচারকারীরা অর্ণবকে হত্যা করেছে। তাকে ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হয়নি। যে এলাকায় তাকে হত্যা করা হয়েছে, সেখানে কোনো সাম্প্রদায়িক উত্তেজনাও ছিল না।

তিনি বলেন, হত্যার ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট