1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

খুলনার কাউন্সিলর রব্বানীকে কক্সবাজারে হত্যা : মামলায় আসামি অজ্ঞাত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

কক্সবাজারে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে নিহত রব্বানীর ভগ্নিপতি ইউনুস আলী মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

তিনি জানান, খুলনার সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় র‍্যাব-১৫ হেফাজতে রয়েছেন খুলনার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু ও কক্সবাজারে নিহত রব্বানীর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টু।

মামলার বাদী নিহতের ভগ্নিপতি ইউনুস আলী বলেন, আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আমি বাদী হয়ে একটি এজাহার দিয়েছি। পুলিশ অভিযান চালিয়ে আসামিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট