1. info@www.tarangotv.com : TV :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় ১৫০বিগা চিংড়ি ঘের দখলচেষ্টা।

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলার মাগুরা-দেলুটি এলাকায় প্রায় দেড়শো বিঘা আয়তনের একটি গণচিংড়ি ঘের দখলের চেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে। দখলচেষ্টা ব্যর্থ হলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের প্রতিহতের মুখে হামলাকারীরা তাদের ব্যবহৃত একটি ট্রলার ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার সন্ধ্যার আগে সংঘটিত এ ঘটনার পর ঘের মালিকপক্ষের প্রতিনিধি দেলুটির মোঃ সিদ্দিক আলী বুধবার সকালে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযুক্তদের মধ্যে রয়েছেন—রবি-বিষ্ণুপদ সরদার, শফিকুল সানা, আকবর সানা, কামরুল সরদার, অমল সরদার, মহসীন শিকারী, চেঁচুয়ার আকবর শেখ, জিরবুনিয়ার আমিরুল হাওলাদার, নোয়াই এলাকার আলম সরদার, রশীদ মোড়লসহ ২৫-৩০ জন স্থানীয় ও বহিরাগত ব্যক্তি।

অভিযোগকারী মোঃ সিদ্দিক আলী জানান, মাগুরা-দেলুটি মৌজার দেড়শো বিঘা জমির এই ঘেরের মালিকানা রয়েছে খুলনার দৌলতপুর পাবলার বাসিন্দা খন্দকার আব্দুল্লাহ, দেলুটির মজিদ সরদার, ইমান আলী শেখ, বিনয় কৃষ্ণ মণ্ডল, অজিত কুমার ও তরফ আলী সরদারসহ একাধিক ব্যক্তির।তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার সন্ধ্যার আগে রবি-বিষ্ণু গং বহিরাগত ভাড়াটে লোকজন নিয়ে ঘেরে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। বাঁধা দিলে তারা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং ঘেরে লুটপাট চালায়।

স্থানীয় মালিকপক্ষের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যেতে বাধ্য হয়।স্থানীয় এলাকাবাসীর অভিমত, হঠাৎ করে অনেক লোক ঘেরে ঢোকার চেষ্টা করে। আমরা খবর পেয়ে এগিয়ে গেলে তারা মারপিট শুরু করে। পরে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।”
আরেকজন স্থানীয় নারী বাসিন্দা বলেন, এভাবে হামলা হলে আমরা নিরাপদ না। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।ঘটনার বিষয়ে পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, অভিযোগের পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট