
গড়াইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুমখালী গ্রামের খুতখালী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব এসএম আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি এলাকার জনগণের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখেন এবং দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানান।এ সময় সঙ্গে ছিলেন গরইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জনাব কামরুল ইসলাম, নায়েবে আমির আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জনাব জাহাঙ্গীর সরদার, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী।জনাব এসএম আমিনুল ইসলামের বক্তব্য:তিনি বলেন,খুতখালী ভাঙনের কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছে। বর্ষা মৌসুমে এই ভাঙন আরও প্রকট আকার ধারণ করতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই—অতি দ্রুত এই ভাঙনস্থল মেরামতের ব্যবস্থা করা হোক।

জনগণের জানমাল ও যোগাযোগব্যবস্থা রক্ষায় জরুরি উদ্যোগ এখন সময়ের দাবি।তিনি আরও আশ্বাস দেন যে, এলাকার মানুষদের পাশে থেকে বিষয়টি তদারকি করা হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হবে।স্থানীয় নেতৃবৃন্দের মন্তব্য:ইউনিয়ন আমির কামরুল ইসলাম বলেন,এলাকার প্রাণের দাবি নদী ভাঙন রোধ। সাময়িক নয়, স্থায়ী সমাধানের উদ্যোগ এখনই নিতে হবে।জনাব জাহাঙ্গীর সরদার বলেন বলেন,
ভাঙন প্রতিদিন বড় হচ্ছে। রাস্তাঘাট ও বাড়িঘর হুমকির মুখে। প্রশাসনের জরুরি নজরদারি প্রয়োজন।গ্রামবাসীরাও আশা প্রকাশ করেন যে, নেতৃবৃন্দের এই পরিদর্শনের পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে