৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও ২৮ জুলাই বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস। এই দিবসদ্বয় জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। তাই এই দিবসদ্বয় বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসদ্বয়ের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স আগামী ২৫ আগস্ট, সোমবার, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগঠনের আয়োজনে নগরীর বহদ্দারহাট নতুন চান্দগাঁও থানা সংলগ্ন ইউসিটিসি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের মিডআইল্যান্ড ও নতুন চান্দগাঁও থানার সামনে সংযোগ সড়কের মিডআইল্যান্ডে বৃক্ষরোপন-বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম-৮ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব আবু সুফিয়ান। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম এর উপাচার্য প্রফেসর মো. জাহিদ হোসেন শরীফ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স-এর প্রধান সমন্বয়ক মো. মাসুদ রানা ও আকতার হোসেন নিজামী
Leave a Reply