গণঅধিকার পরিষদ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের প্রথম ধাপের ৩৬টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন দলের নেতারা।
প্রার্থীদের মধ্যে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
নুরুল হক নুর ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি “গণঅধিকার পরিষদ” নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন।
দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধাপে ধাপে সারাদেশে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সেইসঙ্গে উল্লেখ করা হয়, “যোগ্য, সাহসী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির” প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি আরও জোরদার হয়।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নুরুল হক নুরের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক শক্তি জনগণের আস্থা অর্জন করে দেশে ইতিবাচক পরিবর্তন আনবে।
প্রথম ধাপের ঘোষিত প্রার্থীদের তালিকা:
রাশেদ খান – ঝিনাইদহ-২
ফারুক হাসান – ঠাকুরগাঁও-২
হাসান আল মামুন – নেত্রকোণা-২
আবু হানিফ – কিশোরগঞ্জ-১
শাকিল উজ্জামান – টাঙ্গাইল-২
হানিফ খান সজিব – রংপুর-১
শহিদুল ইসলাম ফাহিম – পটুয়াখালী-১
আব্দুজ জাহের – নোয়াখালী-৪
নুরে এরশাদ সিদ্দিকী – কুড়িগ্রাম-৩
আশরাফুল বারী নোমান – হবিগঞ্জ-৩
খালিদ হাসেন – খুলনা-৫
আবদুর রহমান – গাজীপুর-২
কবীর হোসেন – টাঙ্গাইল-৬
গোলাম সরওয়ার খান জুয়েল – পাবনা-২
মনজুর মোর্শেদ মামুন – চট্টগ্রাম-১৪
তোফাজ্জল হোসেন – টাঙ্গাইল-৭
মোহাম্মদ জাহিদুর রহমান – মুন্সিগঞ্জ-১
জাহিদুর রহমান – সিলেট-৬
শফিকুল ইসলাম শফিক – কিশোরগঞ্জ-২
আব্দুল কাদের প্রাইম – কক্সবাজার-১
শেখ শওকত হোসেন – ঢাকা-১৯
ইব্রাহিম রওণক – ঢাকা-৫
কামরুন নাহার ডলি – চট্টগ্রাম-৯
মো. শাহজাহান – রাজশাহী-১
মো. সুরুজ্জামান – গাইবান্ধা-৩
সোহাগ হোসাইন বাবু – নীলফামারী-৩
ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ – বরগুনা-১
মুনতাজুল ইসলাম – সাতক্ষীরা-১
ডা. এমদাদুল হাসান – চট্টগ্রাম-১২
মো. ইমরান খান রাসেল – পিরোজপুর-৩
ওয়াহেদুর রহমান মিল্কি – নারায়ণগঞ্জ-৩
মিজানুর রহমান ভূঁইয়া – ঢাকা-১৩
মোহাম্মদ ইলিয়াস হোছাইন – মানিকগঞ্জ-১
রবিউল হাসান – পটুয়াখালী-৪
নাছরিন আক্তার লাকী – চট্টগ্রাম
📌 নোট: পরবর্তী ধাপেও দেশের বিভিন্ন আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
Leave a Reply