1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপির দুই নেতা গ্রেফতার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ব্র্যাক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি শুক্রবার (২৭ জুন) রাতে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

 

গ্রেফতারকৃতরা হলেন – সুন্দরগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোনারুল ইসলাম মোনা (৩০) এবং উপজেলা তাঁতীদলের সদস্য মো. রায়হান মিয়া ওরফে বিদ্যুৎ ওরফে শাহরিয়ার হোসেন (৩৮)। মোনা সুন্দরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বামনজল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে এবং রায়হান মিয়া একই এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্র্যাক মোড়ে চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে একটি কালো মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে মোনারুল ইসলামের কোমর থেকে পলিথিন ও কাগজে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

ওসি আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট