গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলার পৃথক দুটি অভিযানে গাঁজা ও রেক্টিফায়েড স্পিরিটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২৫ জুলাই বৃহস্পতিবার, ডিএনসি গাইবান্ধার একটি দল সাদুল্লাপুর উপজেলার একবারপুর এলাকায় মহাসড়কে মাদকবিরোধী যানবাহন তল্লাশি চালিয়ে মো. নাসিরুল ইসলাম (৩৮) এর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
একইদিন ফুলছড়ি উপজেলার একাডেমি বাজার এলাকায় পরিচালিত অন্য একটি অভিযানে মো. রহেদ (৪০) এর কাছ থেকে ১০০ বোতল রেক্টিফায়েড স্পিরিট জব্দ করা হয়।
উভয় অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি’র উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম।
ডিএনসি গাইবান্ধা সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
Leave a Reply