অপহরণের ঘটনার প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি, এতে চরম উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার।
ভিকটিমের বাবা মো. হেলাল হোসেন গত ১৮ জুন ২০২৫ তারিখে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা (মামলা নং-৪৬) দায়ের করেন। এজাহারে একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, ৩১ মে সকাল বেলা অভিযুক্তরা কৌশলে উম্মে হাবিবাকে ফুঁসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর আত্মীয়স্বজনসহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
মামলা দায়েরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিকটিমকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় পরিবার বারবার প্রশাসনের শরণাপন্ন হচ্ছে। তারা দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করতে পুলিশ সুপার ও ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন,“মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, এলাকায় এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে উম্মে হাবিবাকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন
Leave a Reply