গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে। পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু। প্যারেডে ফোর্সের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা ও টার্নআউট পর্যবেক্ষণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।
প্যারেড শেষে পুলিশ সুপার যানবাহন শাখা পরিদর্শন করেন এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর অনুষ্ঠিত হয় কিট প্যারেড। পুলিশ সুপার কিট পরিদর্শনকালে ফোর্সদের নামে ইস্যুকৃত কিটসামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ পর্যালোচনা করেন এবং ড্রেস রুলস অনুসরণ, উত্তম পোশাক পরিধান এবং কিট সংরক্ষণ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন।
সকাল ১১টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলার সভাপতিত্বে অফিসার ও ফোর্সদের কল্যাণমূলক প্রস্তাব শোনা হয় এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পারিবারিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পুলিশ সুপার। বিভিন্ন পর্যায়ের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরের মতো এবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
কল্যাণ সভা শেষে অবসরপ্রাপ্ত ৫ জন পুলিশ সদস্য এবং বদলিজনিত বিদায়ী ১ জন উচ্চমান সহকারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অতিথিরা আবেগঘন বক্তব্যে তাদের চাকরি জীবনের স্মৃতিচারণ করেন। পুলিশ সুপার তাদের কর্মদক্ষতা তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। পরে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ
Leave a Reply