মুন্সীগঞ্জের গজারিয়ায় আমগাছে ঝুলন্ত অবস্থায় মো. বিপ্লব (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী টিটু জানান, বুধবার রাত ১১টায় বাড়ি ফেরার পথে রুহুল আমিনের বাড়ির সামনে আমগাছে ঝুলন্ত অবস্থায় একজনকে দেখতে পাই। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, ২০১৯ সালে রাবেয়ার (২৭) সঙ্গে বিপ্লবের বিয়ে হয়। তাদের সংসার জীবনে দুটি কন্যাসন্তান রয়েছে। বিপ্লব মাদকাসক্ত হওয়ায় তাদের সংসারে অশান্তি ছিল। বুধবার দুপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে বিপ্লব। ওই দিন বিকালে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে হাঁস চুরি করেছিল সে, বিষয়টি স্থানীয়রা জেনে যান।
Leave a Reply