1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

গাজায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেবে মিশরীয় হাসপাতাল

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ইসরাইলি বর্বরতায় আহত গাজাবাসীদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মিশরের হাসপাতাল ও এর চিকিৎসকেরা।ফিলিস্তিনি এ ভূখণ্ডের সঙ্গে সীমান্ত পুনরায় চালু হলে আহত গাজাবাসীদের চিকৎসা দেওয়া হবে মিশরের হাসপাতালে।

বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মিশরের দিকে কমপক্ষে ১৫টি অ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে দেখা গেছে।

মিশরের উত্তর সিনাই অঞ্চলের গভর্নর খালেদ মেগাওয়ার বলেছেন যে, আগামী দিনে সীমান্ত খুলে দেওয়ার পর যদি সীমান্ত অতিক্রমকারী রোগীর সংখ্যা বেশি হয় তাহলে তাদের কায়রো বা মিশরের অন্যান্য অংশের হাসপাতালে স্থানান্তর করা হবে।

ইসরাইলি সেনাবাহিনী রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়ার আগে গাজার ৮০০ রোগীকে উত্তর সিনাইয়ের সীমান্তের ঠিক ওপারে মিশরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি রাফাহর জরুরি সমন্বয়কারী আহমেদ আবদুল্লাহ বলেন, গাজাবাসীকে সহায়তার জন্য তাঁবু, স্বাস্থ্যবিধি পণ্য এবং ওষুধ পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর জিম্মি করে নিয়ে যায় ২৫০ জনেরও বেশি মানুষকে। এর প্রতিবাদে সেদিন থেকেই গাজা উপত্যকায় অভিযান শুরু ইসরাইলি সামরিক বাহিনী।  দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি বর্বরতায় নিহত হয়েছেন ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহত হয়েছেন আরও ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

অবশেষে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও বন্দিময় চুক্তি কার্যকর হয়েছে। যার ফলে গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট