গাজায় আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি চুক্তি। গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার। খবর আরব নিউজের।
পোস্টে তিনি গাজাবাসীদের সতর্ক করে আর লেখেন, ‘আমরা বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং সরকারি সূত্র থেকে নির্দেশনার অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।’
গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (১৫ জানুয়ারি) এ ঘোষণা দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি। এরপর শনিবার (১৮ জানুয়ারি) ইসরাইলি মন্ত্রিসভা জিম্মি ও বন্দী বিনিময় চুক্তি অনুমোদন করেছে।
এতে আরও বলা হয়েছে, ইসরাইলের সরকার একটি যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি অনুমোদন করেছে। এরফলে রোববার থেকে চুক্তিটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি মন্ত্রিসভায় কিছু কট্টরপন্থি নেতা এই চুক্তির তীব্র বিরোধিতা করে। তারপরও নেতানিয়াহুর জোট সরকারের ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে আটজন এর বিরোধিতা করেছেন।
বন্দি বিনিময়ের প্রসঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় সময় বিকাল ৪টার আগে কোনও বন্দিকে মুক্তি দেওয়া হবে না।
ইসরাইলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে,
সরকার বর্তমানে কারাগার পরিষেবার হেফাজতে থাকা ৭৩৭ জন বন্দি ব্যক্তির মুক্তির অনুমোদন দিয়েছে।
Leave a Reply