1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যা বলল রাশিয়া

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

দখলদার ইসরাইল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যদিয়ে উভয়েই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে, যা রোববার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে।

এমন খবরে স্বাগত জানিয়েছেন বহু সংখ্যক দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থা। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়াও গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যে কোনো সমাধানকে স্বাগত জানায় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

পেসকভ বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তির ফলে যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, তাহলে রাশিয়া এটি স্বাগত জানাবে।

গাজায় গত ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তির বিষয়ে সম্মতি ঘোষণা করা হয়।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার জানান, এই চুক্তি ফিলিস্তিনি-ইসরাইলি সংঘাতময় অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, ‘এটি ফিলিস্তিনি সমস্যার সমাধানে একটি সামগ্রিক রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে’।

গাজায় দীর্ঘস্থায়ী সংঘর্ষ এবং মানবিক সংকটের মধ্য দিয়ে এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ঘোষণা এসেছে। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট