1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

গাজীপুর,,কালিয়াকৈর ২ হাজার ৫০০শত পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর মৌচাক এলাকা থেকে (১৪ই মঙ্গলবার) মধ্যরাতে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল।

 

র‍‍্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত নারীকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গেফতারকৃত নারী নাসিমা বেগম (৫০), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। তিনি কালিয়াকৈরের উত্তর মৌচাক এলাকার ইয়াসিন আলীর বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে র‍‍্যাব।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব-১ এর একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, র‍‍্যাবের হাতে গ্রেফতার হওয়া ওই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট