
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কলোনির শতাধিক ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটে বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকাল ৫টার দিকে জরুন এলাকার রুমেল পাঠানের টিনশেড কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আশপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, আমার টিনশেডের একটি কলোনির ১০০টি রুম। সব পুড়ে ছাই হয়ে যায়। কোনো রুমের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।
শাহ আলম নামে এক পোশাক শ্রমিক বলেন, আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া কিছুই নাই।
রহিমা বেগম নামে এক ভাড়াটিয়া বলেন, কয়েক দিন আগে বেতন পাই। বেতনের সব টাকা রুমে ছিল। আমার সব শেষ হয়ে গেল। রাতে-দিনে ডিউটি করা টাকা মুহূর্তের মধ্যে সব শেষ।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসে আরও দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে করে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।