1. info@www.tarangotv.com : TV :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে মাটি খুঁড়ে ড্রামভর্তি চোলাই মদসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মাটি খুঁড়লেই বের হচ্ছে ড্রামভর্তি চোলাই মদ বা বাংলা মদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ঘরের মেঝে ও জঙ্গল থেকে ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। এছাড়া মদ তৈরিতে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে বসতবাড়িতে চোলাই মদ তৈরি করা হয়। এরপর তৈরি করা সেই চোলাই মদ পুকুরের পাড়, বাগানে লুকিয়ে রাখে মাদক ব্যবসায়ীরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে যৌথবাহিনী। পরে উদ্ধার করা চোলাই মদ স্থানীয় লোকজনের সামনেই ধ্বংস করা হয়। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত  অভিযানে সেনাবাহিনীর মৌচাক ক্যাম্প, বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে চোলাই তৈরি করা হতো। এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। এ কারণেই এলাকার যুব সমাজ এই মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এমন অভিযানে আমরা অনেকটা স্বস্তি প্রকাশ করছি।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট