চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নির্মমভাবে হত্যা করা হলো গাজীপুরের স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জয়দেবপুর মোড়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনাটি গাজীপুরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন সম্প্রতি গাজীপুরে সক্রিয় একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই চক্রের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে তুহিনকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।
এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাদেশের সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়,
“চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি জোর দাবি জানাই—এই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি কার্যকর করা হোক। বাংলাদেশের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর একাধিক ইউনিট ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাংবাদিক নেতারা জানিয়েছেন, যদি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় না আনা হয়, তবে সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হবে।
সাংবাদিক তুহিনের পরিবার ও সহকর্মীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজীপুরের সাংবাদিক সমাজ। তার অকাল মৃত্যুতে পুরো মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply