1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

গাজীপুরে সাংবাদিক নির্যাতন: ভাইরাল ভিডিওর জেরে যুবদল নেতার হিংস্র হামলা!

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন দৈনিক সময়ের কথা পত্রিকার সাংবাদিক মফিজুল ইসলাম। তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাঁকে গ্যারেজে আটকে রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় উলঙ্গ করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।

 

আহত সাংবাদিক মফিজুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সংবাদ প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওই যুবদল নেতা ও তার সহযোগীরা মফিজুলকে ডেকে এনে তিন ঘণ্টা ধরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়।

 

নির্যাতনের একপর্যায়ে এক পথচারী বিষয়টি দেখে পুলিশে খবর দিলে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মফিজুলকে উদ্ধার করে। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাংবাদিক মহল ও সাধারণ মানুষ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

সংবাদে নজর রাখুন, আমরা বিস্তারিত তথ্য নিয়ে ফিরে আসছি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট