
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সাবেক, মেয়র জনাব মুজিবুর রহমানের সম্ভাব্য প্রার্থীতা। সর্বস্তরের সাধারণ মানুষের দাবি— এবার এই জনপ্রিয় জননেতাকে সংসদে দেখতে চান তারা।
বুধবার স্থানীয় গণমাধ্যমের সাথে আলাপকালে কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ল্ডের যুবদলের সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, “সাবেক মেয়র জনাব মুজিবুর রহমান গাজীপুর ১ আসন বাসীর আস্থার প্রতীক। উন্নয়ন আর জনসেবার ধারাবাহিকতায় তিনি এই আসনের যোগ্যতম এমপি প্রার্থী।”
মেয়রের পক্ষে প্রচার চালানোর কথা স্বীকার করে কালিয়াকৈর ৫ নং ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান আরও বলেন,
“জনগণ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকেই তারা ভোট দিতে প্রস্তুত। আমিও সাধারণ মানুষের সঙ্গে সেই দাবি-দাওয়াকেই সমর্থন করি।”
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে এলাকার উন্নয়ন, সেবা কার্যক্রম এবং মানুষের পাশে দাঁড়ানোর কারণে জনাব মুজিবুর রহমানের জনপ্রিয়তা আরও বেড়েছে। অনেকেই মনে করেন, জাতীয় সংসদে গাজীপুর-১ আসনের প্রতিনিধিত্ব করলে তিনি আরও বৃহত্তর পরিসরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
আগামী নির্বাচন ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক কর্মী থেকে সাধারণ ভোটার— সকলের আলোচনার কেন্দ্রবিন্দু এখন মেয়র মুজিবুর রহমানকেই চাই সকল পেশাজীবী মানুষ।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।