1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

গাবতলীর কাগইলে পুলিশ কর্মকর্তার মারধরে ১ যুবক আহত

রাব্বি হাসান গাবতলী ভ্রাম্যমান প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর ভাঙ্গিপাড়া গ্রামে পুলিশের এক কর্মকর্তার মারধরে সোহাগ (২৮) নামের এক যুবক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই ২০২৫, বুধবার বিকেলে গ্রামের মৃত শাহীন মোল্লার ছেলে সোহাগের সঙ্গে পুলিশের এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) রেজাউল করিম খোকনের সাথে জমি জমার সংক্রান্তে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে সোহাগ গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত খোকন বগুড়া রিজিয়ন হাটিকুমরুল থানায় কর্মরত আছেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার দ্বারা একজন সাধারণ নাগরিক আহত হওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ন্যায়বিচারের দাবি উঠেছে।
ভুক্তভোগী জানান তিনি গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি থাকায় তার পরিবারের লোকজন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে আমি দ্রুত সেখানেই ইমার্জেন্সি ফোর্স পাঠাই এবং ভুক্তভোগী ছেলেটাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি তিনি আরো বলেন এ বিষয়ে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট