1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

‘গিলরা ইংলিশ পরীক্ষায় পাস করলে বদলে যাবে ভারতের ক্রিকেট’

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের টেস্ট ক্রিকেট। বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নেওয়ার পর দায়িত্ব এখন তরুণদের হাতে। আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পাঁচ টেস্টের এই সিরিজে ভারতের নতুন অধিনায়ক শুবমান গিল। এই সফর ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে দিতে পারে বলে মনে করেন চেতেশ্বর পূজারা।

ভারতের টেস্ট দলে তিন বছর আগেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পূজারা। কিন্তু তিনি এখন ব্রাত্য। অবসর না নিলেও টেস্ট দলে জায়গা পান না। নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক গৌতম গম্ভীর স্পষ্ট করে বলে দিয়েছেন, তরুণদের হাতেই দায়িত্ব দিতে চান তারা।

ইংল্যান্ডে ভারতের টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয়। তাই সেখানে ভারত ভালো খেললে তার প্রভাব ভারতীয় ক্রিকেটে পড়তে পারে বলে মনে করেন পূজারা।

তিনি বলেন, ‘ভারতীয় দলের সবচেয়ে কঠিন পরীক্ষা হয় ইংল্যান্ডে। ১০০ বছরে সেখানে ১৯টা টেস্ট সিরিজ খেলে ভারত মাত্র তিনটা জিতেছে। এই পরিসংখ্যান থেকেই চিত্র স্পষ্ট। সামনের সফরে ভারতীয় ক্রিকেটের ছবিটা বদলে যেতে পারে। আমি দেখতে চাই, এই তরুণ দল সেখানে কীভাবে খেলে। ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করার সুযোগ ওদের সামনে।’

টেস্ট অধিনায়ক হিসেবে শুবমানের কাঁধে দায়িত্ব দেওয়ার পাশাপাশি সহ-অধিনায়কও পরিবর্তন করেছে ভারত। দায়িত্ব দেওয়া হয়েছে ঋষভ পান্তকে। ভারতের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ ছাড়া আর কেউ নেই এই সফরে।

অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শনের মতো তরুণরা নতুন করে দলে সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডে ভারতের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। সে দিকেই নজর রয়েছে পূজারার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট