গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ আটক করেছে শীর্ষ মাদক ব্যবসায়ী সুরাইয়াকে।
আটক সুরাইয়া গফরগাঁও উপজেলার সিলাশি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং সি অ্যান্ড বি এলাকায় একটি বিউটি পার্লারের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাইয়ার পার্লারে প্রতিনিয়ত বিভিন্ন সন্দেহভাজন মানুষের আনাগোনা ছিল, যা এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহের জন্ম দিচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পুলিশ জানিয়েছে, সুরাইয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদকের বিরুদ্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ না থাকায় এসব ব্যবসায়ী দিনের পর দিন পার পেয়ে যাচ্ছে। তবে এবার পুলিশের দ্রুত অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিস্তারিত তদন্তের পর সুরাইয়ার মাদক নেটওয়ার্ক ও সহযোগীদের নামও প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ।
Leave a Reply