1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও জঙ্গীদের হামলা প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে

হতাহতের ঘটানায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়াগীলীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী অংগসংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংকৃতিক সংগঠনগুলো।গত ১৬ জুলাই ,বুধবার,সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এই সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সময় আগামী রোববার বাংলাদেশ হরতালের ঘোষণাও দেয়া হয়।

প্রায় ঘণ্টাব্যপী এ বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগসহ ২০টি সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় জনসমাগম। বিক্ষোভকারিদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর, সভাপতি ড.সিদ্দিকুর রহমা,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরান নবী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, এডভোকেট শাহ মোঃবখতিয়ার,সোলাইমান আলী,অধ‍্যপাক মমতাজ শাহানাজ,মুক্তিযুদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ,মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,মিয়া,মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,শাহিন আজমল আবুল কাশেম ভূঁইয়া,শাহানা রহমান,কিবরিয়া জামান,নুরুজ্জামান সরদার,জামাল হোসেন, ইবাদ চৌধুরী ,এডভোকেট আবু বকর সিদ্দিক তুষার ও আবদুল কাদের মিয়া প্রমুখ ।

এ সময় নেতাকর্মরা প্রধান উপদেষ্টা ড.মোল্ল মোহাম্মদ ইউনূস, সেনা প্রধান ওয়াকারউজ্জামান, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেয়।

উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল ওয়াকার ওয়াকার.. সামলা তোর রাজাকার, গোপালগঞ্জ এ লাশ কেন খুনি ইউনিস জবাব দে, গোপালগঞ্জে হামলা কেন.. খুনি ইউনুস জবাব দে, একটা গুলি চললে.. লক্ষ্য গুলি চলবে ইত্যাদি।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তাগন বলেন, অবৈধ ইউনূস সরকার, তার সেনাবাহীনি, পুলিশ, বিডিবি ও সন্ত্রাসী এনসিপি টুঙ্গি পাড়ায় যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে তার প্রতিবাদে আগামী রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাংলাদেশে হরতাল ঘোষণা করা হল। সারা দেশের মানুষকে এ হরতাল পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে আরও একটি কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে। ২৪-এর জুলাই আগস্টের সন্ত্রাসীরা অত্যন্ত পরিকল্পিত উপায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য “মার্চ টু গোপালগঞ্জ” নামে উস্কানিমূলক সভার আয়োজন করে। অবৈধ ইউনুস সামরিক বাহিনীকে ব্যাবহার করে এই বর্বরোচিত আক্রমণ চালায়। বেসরকারি হিসেবে ১৫ জনেরও বেশি নিরস্ত্র জনতাকে হত্যা করা হয়

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট