গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ঘটে গেছে ভয়াবহ এক হামলার ঘটনা। উপজেলার নাকাইহাট ইউনিয়নের উত্তর পাটোয়া গ্রামে প্রতিপক্ষের পরিকল্পিত সন্ত্রাসী হামলায় নারীসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সোহেল মিয়া (২২), পিতা মোঃ ঠান্ডা মিয়া—এবং পরিবারের একাধিক সদস্য।
ঘটনাটি ঘটে ১০ জুন ২০২৫, দুপুর ১টা ৫ মিনিটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসেছিল, আর সেই সময়েই পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় প্রতিপক্ষ।
অভিযুক্তরা হলেন:
মোঃ রাজা মিয়া, মোঃ রাকু মিয়া, মোঃ শামিম মিয়া, মোঃ স্বপন মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোছাঃ কাকুলী ও মোছাঃ বিউটি বেগম—সকলের বাড়ি উত্তর পাটেকা গ্রামে।
হামলার ধরন ছিল বর্বর ও পরিকল্পিত। দেশীয় অস্ত্র—লোহার রড, শাবল, ধারালো ছুরি ও লাঠিসোটা—নিয়ে হামলাকারীরা ফরিয়াদী পরিবারের উঠানে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে।
মাথায় আঘাতপ্রাপ্ত হন ঠান্ডা মিয়া। বড় ভাই মেহেদী হাসান ছুরিকাঘাতে আহত হন মুখমণ্ডলে ও চোখের পাশে। বাকিরাও বেধড়ক প্রহৃত হন—এর মধ্যে ছিলেন ফরিয়াদীর মা মেরিনা বেগম, ভাই বাসার ও সোহাগ, ভাবী তামান্না এবং আত্মীয় আব্দুল কাদের।
হামলা শেষে তারা বসতবাড়ির মালামালও ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক প্রশাসন।
Leave a Reply