1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

গোয়ালন্দে প্রবাসী আল-আমিন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকায় পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন (২৫) হত‍্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (২৬ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমড়পুর গ্রামের আলাউদ্দিন শেখে ছেলে এবং মো. রুবেল সরদার একই এলাকার মো. মোরশেদ সরদারের ছেলে।

এর আগে গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল দুপুরে আল আমিন নিজের বিয়ের জন‍্য পরিবারসহ পাত্রী দেখতে পাবনা ঢালারচর গ্রামের খৈয়মের বাড়িতে যান। পরে তার ফুফাতো বোনের স্বামী মেগা সরদারের মোটরসাইকেলে রাখালগাছি বাজারে যায়। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলামসহ (৩৫) অজ্ঞাত ৭/৮ জন চারটি মোটরসাইকেলে রাখালগাছি আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে প্রাণে বাঁচতে আল আমিন মন্ডল নদীতে ঝাঁপ দেয়।

জানা যায়, প্রায় ১৫/১৬ দিন আগে শাহ আলীসহ কয়েকজন চা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়া তাদের সঙ্গে আল আমিনের কথা কাটাকাটি হয়। এই শত্রুতার জেরে তাকে হত‍্যা করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি মধ্যে শাহ আলী হত্যা মামলার প্রধান আসামি এবং অপরজন তদন্তে প্রাপ্ত আসামি। তাদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, গ্রেপ্তারকৃত দুজনের শাহ আলী নামের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এখন পর্যন্ত এই মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট