ভরা বর্ষায় পানি সরবরাহের সুবিধাকে কাজে লাগিয়ে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন ড্রেজার ব্যবসায়ীরা। ড্রেজারের ব্যবসায় সিন্ডিকেটভিত্তিক কয়েকজন জড়িত থাকে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা ড্রেজার চালিয়ে ফসলের জমি ধ্বংস করছেন। নদী থেকে অবৈধভাবে বালুও তুলে নিয়ে যাচ্ছে এ সিন্ডিকেট।
এমন জায়গায় ড্রেজার বসানো যে পানি অতিক্রম করে সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি ওই জলাশয়ে কোনো নৌকার ব্যবস্থাও নেই।
দিনের পর দিন ড্রেজার চালিয়ে মাটি লুট করে রাতারাতি নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করছেন তারা। বিভিন্ন সময় অভিযানে পাইপ ভাঙা বা ড্রেজার মেশিন জব্দ করা হলেও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে এসব ড্রেজার ব্যবসায়ী সিন্ডিকেট।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া, ইদিলপুর, নলমূড়ি, কুচাইপট্টি, সামন্তসার, আলাওলপুর ইউনিয়ন থেকে শুরু করে সর্বত্রই ড্রেজারে মাটি কেটে নিচ্ছে।
কুচাইপট্রি ইউনিয়নের কুলচুরী পাতারচর গ্রামের বাসিন্দা আবুল মিয়া জানান, কুলচুরী পাতারচর কবির মাস্টারের বাড়িসংলগ্ন পূর্বপাশে ছয় মাস যাবৎ একটি ড্রেজার দিয়ে জমি ও পাশের নদী থেকে সরাসরি বালু তুলে নিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট।
এছাড়া সামন্তসার ইউনিয়নের তারলিয়া গ্রামে, নলমূড়ি ইউনিয়নের চরমনপুরা গ্রামে, ইদিলপুর ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রাম ও নতুনবাজারের কাছে, আলাওলপুর ইউনিয়নের চরজালালপুর নদীর ওপাড়ে, নাগেরপাড়া ইউনিয়নের মকমসার গ্রাম ও লক্ষীপুর শিবপুরসহ কয়েকটি স্থানে বালু উত্তোলন করছে।
ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ভূমি সানিয়া বিনতে আফজল বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনায় নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply