মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নারী লতিফা বেগম (৪২) পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর ছেলে। তিনি তার ঘরের মধ্যে আলমারিতে এ সমস্ত ফেন্সিডিল রেখে বিক্রি করছিল।
টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার (এসআই) রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে দেখা যায়, ওই নারী তার আলমারি থেকে ফেনসিডিল বের করে দিচ্ছেন। মাদক আইনে মামলা দায়ের করে আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।