1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. দুলালকে (৩০) ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ মে) থানার সামাদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুলাল ফেনীর সোনাগাজী থানার উত্তর মরগাং গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নুরুল হুদা।

 

র‍্যাব জানায়, দুলালের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ আগস্ট জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় ধর্ষণ মামলা দায়ের হয়। মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, সাজা এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আসামি দুলাল। বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে  পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট