1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১০ শিক্ষার্থীর বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও প্রক্টরের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে দর্শন বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, মেয়েদের হল আঙিনায় একটি সুবিধাভোগী রাজনৈতিক গোষ্ঠী ভাঙচুর করেছে। প্রশাসনের সেই দিকে কনসার্ন দেখায়নি। শুধু মেয়েরা কেন হল থেকে নেমে বাধা দিয়েছে? সেটা নিয়ে উঠেপড়ে লেগেছে। এটা থেকে স্পষ্ট, এই প্রশাসন নারী বিদ্বেষী। তারা একটি রাজনৈতিক চাল, সুবিধাবাদী আচরণ করছে। এই বহিষ্কৃত নারীদের নিয়ে যারা কনসার্ন দেখিয়েছেন, অধিকার নিয়ে কথা বলছেন, প্রক্টর বলেছে তারা নাকি হানিট্র্যাপে পড়ে। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে?

ইংরেজি বিভাগের শিক্ষার্থী নওশীন তাবাসসুম বলেন, প্রশাসনের কাছে আমার তিনটি প্রশ্ন। প্রথমত, ৫ আগস্টের পরে ফ্যাসিবাদের চিহ্ন নৌকা কীভাবে সেখানে এখনো রয়ে গেছে? কেন প্রশাসন নিজ উদ্যোগে সেটি ভাঙেনি? দ্বিতীয়ত, ছাত্ররা যে ভাঙচুর করবে সেটা হুট করে প্ল্যান করেনি। শহীদ মিনার থেকেই তাদের আওয়াজ শুনা যাচ্ছিল, তাহলে প্রশাসন কেন ব্যবস্থা নিল না? কেন তাদের থামানো চেষ্টা করলো না। তৃতীয়ত, যখন শেখ হাসিনা হলের সামনেই ছাত্ররা ভাঙচুর করছিল, তখনই কেন প্রক্টর হস্তক্ষেপ করে তাদের থামাননি।

 

মানববন্ধনে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এবং প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের কুরুচিপূর্ণ মন্তব্যের অফিসিয়াল ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলটির নারী শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক-সাংবাদিক লাঞ্ছিত হন। এই ঘটনায় তদন্ত করে গত ১৩ ফেব্রুয়ারি ১ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল এবং ৯ শিক্ষার্থীকে ২ বছর বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বহিষ্কার একপাক্ষিক হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট