চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনের প্রাজ্ঞ নেতা, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ।
এই আয়োজনে কর্ণফুলী নদী রক্ষা ও পরিবেশ বিষয়ক আলোচনাও অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণকরে বক্তারা বলেন , এস এম জামাল উদ্দিন শুধু একজন রাজপথের সংগ্রামী নেতা ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও নদনদী রক্ষার এক নিরলস সাহসী যোদ্ধা। কর্ণফুলী নদীকে রক্ষা করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার থেকে আন্দোলন করে গেছেন। কর্ণফুলীকে দখল, দুষণ ও অনিয়ম থেকে মুক্ত রাখতে তিনি নাগরিকদের সচেতন করতে যেমন কাজ করেছেন, তেমনি প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে একাধিকবার স্মারকলিপি, প্রতিবাদ সভা ও মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন।
বক্তারা বলেন, এস এম জামাল উদ্দিন চট্টগ্রামের ফুসফুস খ্যাত পাহাড়, জলাশয় ও খালগুলো রক্ষায় ছিলেন অত্যন্ত সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বাস করতেন, উন্নয়ন মানে শুধু স্থাপনা নয়—মানুষ, প্রকৃতি ও পরিবেশকে সমন্বয় করেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তাঁর সেই ভাবনা আজকের প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মো মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমান, এম নুরুল হুদা চৌধুরী, কবি সজল দাশ, কবি আসিফ ইকবাল, সমিরণ পাল, মো. রফিকুল ইসলাম, লিটু সূত্রধর, মো. ইব্রাহিম, এস ডি রাজু, আসহাব উদ্দিন চৌধুরী, জান্নাত ফাতেমা, মো. ছায়োদুর রহমান প্রমুখ।
এস এম জামাল উদ্দিনের স্মরণে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাসুদ রানা।
এই আয়োজন ছিল কেবল একটি স্মরণসভা নয়, বরং চট্টগ্রামের পরিবেশ আন্দোলনের এক পথপ্রদর্শক ব্যক্তিত্বকে সম্মান জানানোর একটি মহতী উদ্যোগ। এস এম জামাল উদ্দিনের মতো দূরদর্শী নেতৃত্ব আজও চট্টগ্রামের প্রতিটি পরিবেশপ্রেমী নাগরিকের হৃদয়ে জীবন্ত ইতিহাস ও অনুকরণীয় দৃষ্টান্ত।
Leave a Reply