চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎকেন্দ্রে আসছিল। ট্রেনটির মোট ৩০টি তেলবাহী ওয়াগন ছিল। ইঞ্জিনসহ সাতটি ওয়াগন একসঙ্গে থাকলেও এর মধ্যে পাঁচটি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Leave a Reply