1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী শাহনাজ আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ।

 

পুলিশ সূত্র থেকে জানা যায়, গত ২৩ জুন ভোলাহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর গায়ের ওপর গরম ডাল ঢেলে দেন তাজকেরা খাতুন। এতে তার স্বামীর শরীর ঝলসে যায় এবং তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এই হত্যাচেষ্টা মামলায় উসকানিদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহানাজ খাতুনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ভোলাহাট থানার একটি মামলায় উসকানিদাতা হিসেবে শাহানাজ খাতুনকে আটক করেছে পুলিশ। আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট