1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের দুটি বাঙ্কার নির্মাণ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার মসজিদে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার ব্যাপারে বলা হয়েছে বিজিবির পক্ষ থেকে। তবে বাঙ্কার নির্মাণের বিষয়ে কিছু জানায়নি তারা। কেননা, গত কিছুদিনের মধ্যে উত্তেজনাপূর্ণ কোন কিছুই হয়নি সীমান্তে।

চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নাই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চরাতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোন ধরনের শঙ্কা নেই।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে।

তবে এই বাঙ্কার নির্মাণে বিএসএফ-বিজিবির সঙ্গে কোনো আলোচনা করেছে কিনা এমন প্রশ্নে বিজিবির অধিনায়ক জানান, যেহেতু তারা সীমান্তের দেড়শ গজের বাইরে অর্থাৎ- ২’শ গজ ভেতরে করেছে সেহেতু এ বিষয়ে প্রশ্ন তোলার কিছুই নাই। এটি উভয় দেশই করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট