1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

চিলমারীতে কিশোর নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চিলমারীতে প্রেমের অপরাধে কিশোরকে ঘরে আটকে রেখে মধ্যযুগের (পুরনো দিনের) মত বর্বরোচিত নির্যাতনের ঘটনায় একজন আসামীকে গ্রেপ্তার করেছেন চিলমারী মডেল থানার পুলিশ বাহিনী।

 

শনিবার (২১শে জুন) রাত আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে, উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমন্দিয়ার খাতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েচে।

এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত অফিসার) নন্দোলাল চৌধুরী। গ্রেপ্তারকৃত আসামীর নাম সাইফুল ইসলাম (৪৫)।

তিনি ঐ ইউনিয়নের বৈলমন্দিয়া খাতা গ্রামের বাসিন্দা বলে জানা যায়। পুলিশ জানান, গেল রাত ৩.৩০ মিনিটের দিকে চিলমারী মডেল থানার এসআই (নিঃ) আরিফ রাসেল ফোর্সসহ, মাদক বিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন সময় থানার ৬ নম্বর মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পরে তাকে থানায় হেফাজতের জন্য নেয়া হয়েছে।

পরিদর্শক (তদন্ত অফিসার) নন্দোলাল চৌধুরী জানান, আসামীকে গ্রেপ্তার করে দুপুর ২টার পরে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ১০ জুন উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটল গ্রামে, একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় (পুরনো দিনের) মত বর্বরোচিত নির্যাতন করা হয়েছিল।

এ নিয়ে কিশোরের বাবা বাদি হয়ে চিলমারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট