1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

চুরির অপবাদে নারীর চুল কাটায় গ্রেফতার ১

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক সুমন চন্দ্র শীলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত যুবক সুমন চন্দ্র শীল চুরির অপবাদ দিয়ে জোর করে এক নারীর চুল কর্তন করেন। এ সময় আরও দুই নারীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে।

রোববার রাত পৌনে ৯টার দিকে পৌরশহরের হাজী নূর মার্কেটের চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে। রাতের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে উত্তাল হয়ে উঠে আখাউড়া।

সোমবার দুপুরে এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে সচেতন মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, চুরির অপবাদ দিয়ে সুমন চন্দ্র শীল বোরকা পরিহিত নারীর মাথার হিজাব খুলে চুল কাটেন। পাশাপাশি আরও দুই নারী ও তাদের সঙ্গে থাকা শিশুকে প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর এবং শ্লীলতাহানি করেন।

এ সময় উপস্থিত স্থানীয়রা সুমন শীলকে বাধা দিলে সুমন পাল্টা হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

অভিযুক্ত সুমন শীল শহরের সড়কবাজারের এসএম ইলেকট্রিক কর্নারের স্বত্বাধিকারী।

এ ঘটনায় সোমবার সকালে আখাউড়া পৌরশহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা থানার সামনে সমাবেশ করে দ্রুত অভিযুক্ত যুবকের শাস্তির দাবি করলে দুপুরে আখাউড়া থানা পুলিশ অভিযুক্ত সুমন চন্দ্র শীলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন।

 

ওসি বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট