রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য মানিক চৌধুরীকে (৩৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ জুন) দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ওয়ারী থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৭ জুন ঢাকার ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রিটের ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। পিকআপটির মালিক সম্ভাব্য সব জায়গায় পিকআপটি খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদারের নেতৃত্বে ওয়ারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা থেকে বাদীর চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মানিক জিজ্ঞাসাবাদে জানান, অন্যান্য ২/৩ জন সহযোগীদের নিয়ে গত ৭ জুন বিকেল ৪টায় ওয়ারী থানাধীন লালমোহন সাহা স্ট্রিটের ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে পাকা রাস্তার ওপর থেকে পিকআপটি চুরি করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসেন। গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply