1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

ছাত্রদল নেতা হত্যার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নারায়ণঞ্জের রূপগঞ্জে  ছাত্রদল নেতা পাভেল হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার সকালে কাঞ্চন মায়াবাড়ী এশিয়ান হাইওয়ে সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় সড়কের উভয় পার্শ্বে  দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ ডিসেম্বর রাতে পৌর কার্যালয়ের সামনে ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বায়েজিদ, জাহাঙ্গীরসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র  নিয়ে মারধর করে পাভেলকে। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে রাস্তায় শুয়ে পড়েন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল। স্থানীয়রা তাকে উদ্ধার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার ২৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো প্রধান আসামি বায়েজিদসহ কাউকে গ্রেফতার করতে পারেনি।

বিক্ষোভকারীরা আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করবেন বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট