ফেনীর সোনাগাজীতে অপহৃত কিশোরী স্কুলছাত্রীকে এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণকারী ছাত্রলীগ নেতা আরমান হোসেনকে গ্রেফতার করতে না পারায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার।
মঙ্গলবার বিকালে সোনাগাজী পৌর-শহরের আপ্যায়ন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অপহৃত কিশোরীর পিতা সৌদি প্রবাসী একরামুল হক, তার স্ত্রী সেলিনা বেগমসহ পরিবারের সদস্যরা।
এসময় তারা অভিযোগ করেন, তাদের মেয়ে মতিগঞ্জ আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ২ ডিসেম্বর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মতিগঞ্জ ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরমান হোসেনের নেতৃত্বে আল আমিন ও শাখাওয়াত হোসেনসহ ৪/৫ জন দুর্বৃত্ত তাদের মেয়েকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
আহৃতের মা বাদী হয়ে ছাত্রলীগ নেতা আরমান হোসেনসহ তার সহযোগীদের নাম উল্লেখ করে গত ৮ ডিসেম্বর সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭। থানায় মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও তাদের কিশোরী কন্যাকে উদ্ধার করতে পারেনি পুলিশ এবং অপহরণকারী আরমান ও তার সহযোগিদের গ্রেফতার করতে না করায় তাদের একমাত্র মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
অপহৃতের নিকটাত্মীয় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির এই সময়ে এক মাসেও ভুক্তভোগিকে উদ্ধার কিংবা মূল আসামি গ্রেফতার করতে না পারায় আমরা উদ্বিগ্ন, আশা করি অল্প সময়ের মধ্যেই ভিকটিমকে উদ্ধার ও অহরণকারীকে গ্রেফতার করতে পুলিশ কার্যকর ভূমিকা পালন করবে। একটি প্রভাবশালী মহলের অব্যাহত হুমকিতে অপহৃতের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।