
সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে হেফাজতে ইসলাম।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক ভিডিও বার্তায় অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরী।
ভিডিও বার্তায় তিনি বলেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা সোহেল চৌধুরী গতকাল বাসচাপায় ইন্তেকাল করেছেন। এর প্রতিবাদে সংক্ষুব্ধ হেফাজত নেতাকর্মী এবং তৌহিদী জনতা চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছেন। জনদুর্ভোগ বিবেচনায় ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ অনুরোধে অবরোধ প্রত্যাহার করছি। আমরা আশা করব এই ঘটনায় তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
এর আগে আজ সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।